জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপরে হামলার নিন্দা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প। এ পরেই বাংলাদেশে ট্রাম্পের সমর্থনে মিছিল বের করে একাধিক গোষ্ঠী। তাদের ব্যাপক ধরপাকড় শুরু করল বাংলাদেশ পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বদলের বাংলাদেশে এবার 'নিষিদ্ধ' ইসকন?


বাংলাদেশ পুলিসের দাবি ট্রাম্পের সমর্থনে মিছিল বের করা ওইসব লোকজন আওয়ামী লিগের সমর্থক। এরকম ১০ জনকে গ্রেফতার করেছে পুলিস। তাদের কাছ থেকে ট্রাম্পের ছবি সম্বলিত পোস্টার উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা, ডোনাল্ড ট্রাম্প, লাভ ফ্রম বাংলাদেশ।


সংবাদমাধ্যমে উপকমিশনার মুহাম্মাদ তালেবুর রহমান লেখেন 'গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পর্যন্ত এই কুচক্রী মহলের ১০ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিস।' পুলিসের পাশাপাশি ধরপাকড় শুরু করেছে বাংলাদেশ সেনাও।


সম্প্রতি এক্স মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে সংখ্য়ালঘু হিন্দুদের উপরে হামলার কড়া নিন্দা করেন। ট্রাম্প লেখেন, বাংলাদেশের হিন্দু, খ্রিষ্টান-সহ অন্য়ান্য বাংলাদেশিদের উপরে হামলা ও তাদের বাড়িঘর লুটপাঠের কড়া নিন্দা করছি। এতে গোটা দেশেই অস্থিরতা ছড়াচ্ছে। আমার নজরদারিতে থাকলে এরকম কখনওই হতো না।


ট্রাম্পের ওই মন্তব্যের পর বাংলাদেশের তদারকি সরকারের প্রধান মহ ইউনুস লেখেন, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ সহবস্থানের সমাজ চায়। আমরা চাই শান্তি, সমৃদ্ধি ও সবার উন্নতি।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)