নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশের করোনা-পরিস্থিতি সহসাই ভয়াবহ আকার ধারণ করায় বাংলাদেশ কঠোর লকডাউনবিধি জারি করতে  চলেছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

COVID-19 infections-এর মাত্রা সহসাই বেড়ে যাওয়ায় Bangladesh সোমবার থেকে 'hard lockdown’ জারি করতে চলেছে। আপাতত সংক্রমণে রাশ টেনে ধরার জন্য সাত দিনের এই বিধিনিষেধ।


আরও পড়ুন: ব্রিটেনের নতুন স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ


বাংলাদেশের Information Ministry থেকে সরকারি ভাবে এক বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, আসন্ন এই লকডাউনে একমাত্র জরুরি পরিষেবা ছাড়া সমস্ত সরকারি ও বেসরকারি অফিস-কাছারি বন্ধ থাকবে। জরুরি ক্ষেত্রের পরিবহণ ছাড়া বন্ধ থাকবে গাড়িও। জরুরি কারণ ব্যতীত কেউ ঘর থেকে বেরোতে পারবেন না।


বলা হয়েছে, গত শুক্রবার Bangladesh-য়ে কোভিড-মৃত্যু হয়েছে ১০৮টি। গত বছরের  পরে একদিনের মৃত্যুর হিসেবে এই সংখ্যাটা যথেষ্টট ভীতিপ্রদ। তাই সরকার এই Lockdown জারি করতে বাধ্য হচ্ছে। 


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 


আরও পড়ুন: করোনা-আবহে সহকর্মীকে চুমু খেয়ে বিপাকে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী