জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাত্র ৪ দিনে কলকাতা দখল করে নেবে বলে হংকার দিয়েছেন বাংলাদেশের এক প্রাক্তন সেনাকর্তা। এনিয়ে সোশ্য়াল মিডিয়ায় হাসাহাসির শেষ নেই। কেউ কেউ এমনও জানতে চেয়েছেন, কী খেয়ে ওরকম বেআক্কেলে মন্তব্য করেছেন ওই প্রাক্তন সেনাকর্তা। এবার একধাপ ওপরে গেলেন বিএনপির শীর্ষ এক নেতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'৪ দিনের মধ্যে কলকাতা দখল করে নেব', ঢাকার মিছিল থেকে হুংকার বাংলাদেশের সেনাকর্তার


রবিবার ঢাকার ভারতীয় হাইকমিশনে মিছিল করে যায় বিএনপির তিনটি শাখা সংগঠন। তারা কমিশনে একটি স্মারকলিপ জমা দেয়। এর মধ্য়েই আজব এক কথা বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব। বিএনপি নেতা রুহুল কবীর রিজভি বলেন, ভারতীয়দের আচরণ এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা চট্টগ্রামকে ভারতের অংশ বলে দাবি করবে বলেছে। তারুণ্যের শক্তি নিয়ে আমরাও তবে বলব, তোমরা যদি চট্টগ্রাম দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদেরকে আমাদের নবাব সিরাজুদ্দৌলার বাংলা-বিহার-ওড়িশা ফেরত দাও। এই সব ফাঁকা আওয়াজ দিয়ে কিছু হবে না।


রবিবার ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ভারতীয় হাইকমিশন অভিমুখে প্রতিবাদী পদযাত্রা  সমাবেশে তিনি এসব কথা বলেন।


ভারতকে সাম্প্রদায়িক বলে বর্ণনা করে রিজভি বলেন, ঘৃণা, প্রতিহিংসা এবং ভিন্ন ধর্মের প্রতি অবজ্ঞা ছাড়া ওদের আর কোনো রাজনীতি নেই। ওদের রাজনীতির শেষ হয়ে গেছে। একমাত্র দিল্লির আশীর্বাদে শেখ হাসিনা ১৫ বছর ক্ষমতায় টিকে থাকতে পেরেছেন। ভারত বাংলাদেশের মানুষকে পছন্দ করে না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা সহ্য করে না। তারা হাসিনাকে সমর্থন করে। তারা হাসিনাকে বাঁচানোর জন্য যেসব কাজ করছে সেগুলো পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আগ্রাসন ছাড়া অন্য কিছু নয়। তবে সব ধরনের ষড়যন্ত্রই সম্মিলিতভাবে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেন তিনি।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)