রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে দুর্গাপুজোর খরচ কমাচ্ছে বাংলাদেশের হিন্দুরা
ওয়েব ডেস্ক : নির্বিচারে হত্যা। যথেচ্ছ অত্যাচার। মায়ানমার সেনার হাত থেকে প্রাণ বাঁচাতে প্রায় ৪ লাখ ২০ হাজার রোহিঙ্গা মায়ানমারের রাখাইন প্রদেশ থেকে পালিয়ে এসেছে। উদ্বাস্তু রোহিঙ্গারা সবচেয়ে বেশি সংখ্যায় আশ্রয় নিয়েছে বাংলাদেশে। রোহিঙ্গাদের প্রতি সহানুভূতি নিয়ে এগিয়ে এসেছে বাংলাদেশের হাসিনা সরকার। আশ্রয় দিয়েছে রোহিঙ্গাদের।
এই পরিস্থিতিতে রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে এগিয়ে এল বাংলাদেশি হিন্দুরা। রোহিঙ্গাদের আর্থিক সাহায্য দানের উদ্দেশ্যে দুর্গাপুজোর খরচে কাটছাঁট করছে তারা। বাংলাদেশের সমস্ত পুজো কমিটিকে বলা হয়েছে রোহিঙ্গা উদ্বাস্তুদের জন্য একটা তহবিল তৈরি করতে। পুজোর খরচ বাঁচিয়েই সেই তহবিল তৈরি করতে বলা হয়েছে।