ওয়েব ডেস্ক: প্রয়াত প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি বারবারা বুশ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। দীর্ঘদিন ধরে জরায় আক্রান্ত ছিলেন তিনি। সম্প্রতি চিকিত্সা নিতে অস্বীকার করেন বারবারা। মঙ্গলবার পরিবারের তরফে এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মার্কিন যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে বিস্ফোরণ বিমানের ইঞ্জিনে


১৯২৫ সালের ৮ জুন নিউ ইয়র্ক শহরে জন্ম হয়েছিল বারবারার। ১৯৮৯ থেকে ১৯৯৩ পর্যন্ত মার্কিন ফার্স্ট লেডি ছিলেন তিনি। সেদেশের ৪১তম প্রেসিডেন্ট ছিলেন বারবারার স্বামী জর্জ এইচ ডাবলু বুশ। ২০ বছর বয়সে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। ২০০০ সালে ৪৩তম মার্কিন প্রেসিডেন্ট হন বারবারার ছেলে জর্জ এইচ ডাব্লু বুশ।


হোয়াইট হাউজ ছাড়ার পরেও মার্কিন যুক্তরাষ্ট্রের অনগ্রসর শ্রেণির জন্য নিরলস চেষ্টা চালিয়ে গিয়েছেন বারবারা। বুশ ফাউন্ডেশন তৈরি করে পারিবারিক শিক্ষার প্রসারে লাগাতার ব্রতী ছিলেন তিনি।