ওয়েব ডেস্ক:  স্পেনের বার্সেলোনা ও ক্যামব্রিলসে জঙ্গি হামলায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৪। পুলিশের গুলিতে ইতিমধ্যেই ৫ সন্দেহভাজন জঙ্গির মৃত্যু হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুলিশ এক ভ্যান চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে। বছর আঠারোর ওই ‌যুবকের নাম মৌসা ওকাবির। ওকাবির একটি ছবিও প্রকাশ করেছে স্পেনের পুলিশ।


আরও পড়ুন-ধেয়ে আসছে প্রকাণ্ড গ্রহাণু! ভয় নেই পৃথিবীর, জানাল নাসা


বারসেলোনা পুলিশের ধারনা, হামলাকারী জঙ্গির সংখ্যা ছিল কমপক্ষে ৫। গতকাল বার্সেলোনায় একটি ভিড়ঠাসা এলাকায় একটি ভ্যান পিষে দেয় ১৩ জনকে। আহত হয় একশো জনেরও বেশি। ওই ঘটনার ঘণ্টাখানেক পরই বারসেলোনা থেকে ৭০ মাইল দূরে ক্যামব্রিলসে একইভাবে হামলা চালায় জঙ্গিরা। এতে আহত হয়েছেন এক পুলিশকর্মী সহ আরও ৬ জন।


আরও পড়ুন-ডোকা লা ইস্যুতে ভারতের অবস্থানকে সমর্থন জাপানের


এখনও প‌র্যন্ত তদন্তকারীদের দাবি ওই দুটি হামলার পেছনে রয়েছে জঙ্গিদের বারোটি সংগঠন। এর গ্যাস হামলা করার পরিকল্পনা করেছে বলে স্প্যানিশ গোয়েন্দাদের দাবি।


এখনও প‌র্যন্ত‌ ‌যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে রয়েছে একজন স্পেন ও একজন মরক্কোর নাগরিক।