নিজস্ব প্রতিবেদন: করোনার বাড়াবাড়িতে আগেই জানা গিয়েছিল নতুন করে লকডাউনের পথে হাঁটতে চলেছে জার্মানি। ৫ এপ্রিল পর্যন্ত হওয়ার কথা ছিলই লকডাউন। এবার সেটা বাড়ানো হল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

German Chancellor Angela Merkel মঙ্গলবার রাতের এক বৈঠকের পরে এই সিদ্ধান্তের কথা জানান। দেশের ১৬টি প্রদেশের প্রশাসনিক কর্তাদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের পরে মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানান তিনি।
ফলে Easter-য়ে লকডাউন (Coronavirus lockdown) থাকছেই। জানা গিয়েছে, জার্মানিতে এখন ব্রিটেন স্ট্রেনের (The British mutation) প্রকোপ (dominant) চলছে। জার্মানি তার এই তৃতীয় করোনা ঢেউ (third wave of COVID-19) নিয়ে রীতিমতো উদ্বিগ্ন। 


আরও পড়ুন: Pigcasso Painting: লক্ষ লক্ষ টাকায় বিকোয় এই শুয়োরের আঁকা ছবি


জার্মানির প্রশাসনিক সূত্রের খবর, ২৮ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত লকডাউনের (lockdown) মেয়াদ বাড়ানোর কথা ভাবা হয়েছে। এর মধ্যে ১-৫ এপ্রিল ইস্টারের সময়ে কড়া ভাবে লকডাউন বিধি বলবৎ করা হবে। ধর্মীয় কার্যকলাপ অনলাইনেই চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাকি দিনগুলিতে বিধি মেনে জরুরি পণ্যের দোকান খুলবে।


আরও পড়ুন: হাওয়ার ধাক্কায় নিয়ন্ত্রণ হারাল জাহাজ, ট্রাফিক জ্যাম সমুদ্রের ব্যস্ততম বাণিজ্যিক রুটে