নিজস্ব প্রতিবেদন: বেলজিয়ামের বোকা চোরের গল্প। দুপুর তিনটেয় দোকানে ঢুকেছিল চুরি করতে। দোকানদার চোরকে বোঝালেন, বিকেল পাঁচটায় চুরি করতে আসতে। সুবোধ বালকের মতো চোর সেই নির্দেশ পালন করতে গিয়ে বমাল পাকড়াও হল। ঠাঁই হল হাজতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বেলজিয়ামের চার্লেরয়ের মন্টিগনেস-সার-সাম্বরির ঘটনা শুনলে চমকে উঠবেন। স্যুট-বুট পরিহিত এমন গবেট! হাস্যকর। সিসিটিভিতে ধরা পড়ছে বোকা চোরের কাণ্ডকারখানা।


 তখন ঘড়িতে দুপুর তিনটে। দোকানে চোর ঢুকেছে চুরি করতে। মাথায় বুদ্ধি খেলে গেল দোকানদারের। দোকানদার চোরের মাথায় টুপি পরালেন এই বলে যে, দুপুরে দোকানে বেচাকেনা কম। আপনারা বরং পরে আসুন। পরে ক্যাশ কাউন্টারে টাকা বেশি থাকবে।  তখন চুরি করলে আপনার লাভ। দোকানদারের কথা শুনে ফিরে যায় চোর। সন্ধে ৬টা নাগাদ আগমন ঘটে চোরের।


ইতিমধ্যেই পুলিসে খবর দিয়েছেন দোকানি। দোকানে এসে লুকিয়ে পড়েছেন পুলিস কর্মীরা। এরপর দোকানে এল সেই চোর বাবাজি। ব্যস আর কি! বোকা চোরের কারসাজি খতম। হাতেনাতে ধরা পড়ে গেল সে।



ই-সিগারেটের দোকানদারের দাবি, চোরের মুখ দেখেই তিনি বুঝে গিয়েছিলেন, তার মাথায় টুপি পরানো সম্ভব। সেই মতোই কাজ। বমাল পাকড়াও বোকা চোর।


আরও পড়ুন- প্রাণনাশের ছক! ওবামা ও হিলারির বাড়ির ঠিকানায় বিস্ফোরক পার্সেল