শোলে-এর গানে মোদীকে ফ্রেন্ডশিপ ডে-র শুভেচ্ছা জানালেন ইজরায়েলের প্রেসিডেন্ট
সোশ্যাল মিডিয়ায় মোদীর সঙ্গে ছবির একটি স্লাইড শো পোস্ট করেছে ভারতে ইজরায়েলের দূতাবাস।
নিজস্ব প্রতিবেদন: রবিবার ফ্রেন্ডশিপ ডে-এর উদযাপনে ব্যস্ত নেটিজেনরা। সেই ট্রেন্ডে সামিল হলেন ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানায়হু। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানালেন ফ্রেন্ডশিপ ডে-এর শুভেচ্ছা। সোশ্যাল মিডিয়ায় মোদীর সঙ্গে ছবির একটি স্লাইড শো পোস্ট করল ভারতে ইজরায়েলের দূতাবাস। স্লাইড শোয়ের ছবিতে উঠে এল তাঁদের বন্ধুত্ব। সঙ্গে বলিউডের জনপ্রিয় হিন্দি গান।
'ইয়ে দোস্তি হম নেহি তোরেঙ্গে।' ১৯৭৫ সালের বলিউডে অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্রর লিপে 'শোলে' সিনেমার বিখ্যাত গান। ফ্রেন্ডশিপ ডে-তে প্রিয় বন্ধু মোদীকে সেই গান ডেডিকেট করলেন নেতানয়হু। স্লাউড শো-এর ব্যাকগ্রাউন্ডে সেই গান। সঙ্গে ক্যাপশানে, "আমাদের অবিচ্ছেদ্য বন্ধুত্ব আরও বাড়তে থাকুক, সেই কামনা করি।"
সম্প্রতি ইজরায়েলের শাসক দলের নির্বাচনী প্রচারের পোস্টারে একসঙ্গে দেখা গিয়েছে মোদী-নেতানায়হুকে। করমর্দনরত সেই ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। দুই প্রধানমন্ত্রীর ছবি দিয়ে নির্বাচনী প্রচারে নেমেছে লিকুদ দল। সেই ছবির পোস্টারে ঢেকেছে বহুতল। প্রচারের লক্ষ্য, ভারত-ইজরায়েলের বন্ধুত্ব।
আরও পড়ুন: অহংকার নয়, পাঠশালায় বার্তা মোদীর, পিছনে এসে বসলেন বাঙালি সাংসদের পাশে
দুই বন্ধুর বন্ধুত্বের ছবি এর আগেও উঠে এসেছে বারবার। ২০১৭ সালে বিদেশ সফরে খোশ মেজাজে ইজরায়েলের সমুদ্রতটে পায়চারী করতে দেখা গিয়েছিল দু'জনকে। সেই ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ২০১৯-এর লোকসভা নির্বাচনে মোদীর জয়ের পরেও ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন নেতানায়হু।
প্রসঙ্গত, আগামী সেপ্টেম্বরে নির্বাচন শুরুর ৮ দিন আগে ভারত সফরে আসবেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। ৯ সেপ্টেম্বর এক দিনের ভারত সফরে আসছেন তিনি। ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক রয়েছে তাঁর।