ওয়েব ডেস্ক: সারা পৃথিবীর ২৩০টি শহরের উপর সমীক্ষা চালানো হয়েছিল। বসবাস করার জন্য এই দেশগুলোর মধ্যে সেরা কোন শহর। সবাইকে অবাক করে দিয়ে এই প্রতিযোগিতায় এক নম্বরে হয়েছে যে, তাকে আপনি চেনেন বা জানেন বটে। কিন্তু সে এত সুন্দর এবং ভালো। এতটা আন্দাজ করেননি বোধহয়। বার্লিন, টোরেন্টো, মেলবোর্ন, সিঙ্গাপুর, বোস্টন, প্যারিস, বার্সেলোনা, লন্ডনদের টপকে এক নম্বরে নিজের জায়গা করে নিয়েছে সে। শহরটি হল ভিয়েনা। এই তালিকার চ্যাম্পিয়ন সে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিচে দেওয়া হল প্রথম ১০ টি শহরের নাম-


১) ভিয়েনা


২) জুরিখ


৩) অকল্যান্ড


৪) মিউনিখ


৫) ভ্যাঙ্কুভার


৬) ডসেলডর্ফ


৭) ফ্র্যাঙ্কফুর্ট


৮) জেনেভা


৯) কোপেনহাগেন


১০) সিডনি।



প্যারিস রয়েছে ৩৭ নম্বরে।


লস অ্যাঞ্জেলেস রয়েছে ৪৯ নম্বরে।


তালিকায় কলকাতা রয়েছে ১৬০ নম্বরে। পিছনে ফেলে দিয়েছে ১৬১-তে থাকা দিল্লিকে। সৌদি আরবের রিয়াধকে।কিয়েভকে। বাংলাদেশের ঢাকা ২১৪ তে।