নিজস্ব প্রতিবেদন: জলবায়ু সম্মেলনে জড়ো হতে চলেছেন সারা পৃথিবীর রাষ্ট্রনেতারা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জলবায়ু সংক্রান্ত এক সম্মেলনে (Summit on Climate) চল্লিশজন রাষ্ট্রনেতা সম্মিলিত হতে চলেছেন। US President Joe Biden আমন্ত্রণ জানিয়েছেন ভারতের Prime Minister Narendra Modi-কে।


দু'দিনের এই virtual সম্মেলন অনুষ্ঠিত হবে এপ্রিলের ২২ ও ২৩ তারিখে। এই আলোচনা সাধারণের জন্য সম্প্রচার করা হবে।


শনিবার  White House-এর তরফে জানানো হয়েছে, এই নভেম্বরে গ্লাসগো-য় (Glasgow) যে জলবায়ু সম্মেলনের আয়োজন করা হচ্ছে, United Nations Climate Change Conference (COP26)এর আগে এই ভার্চুয়াল কনফারেন্স খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।


আরও পড়ুন: টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা মোদীর, নীরবে দাঁড়িয়ে রইলেন কয়েক মিনিট


মোদী ছাড়া বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা (Prime Minister Sheikh Hasina) এবং ভুটানের  প্রধানমন্ত্রী (Prime Minister Lotay Tshering)কেও দক্ষিণ এশিয়া থেকে ওই সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।


Paris Agreement-এর দিকে তাকিয়ে ওই সম্মেলনে আমেরিকা ২০৩০ সালের জন্য একটি টার্গেট প্ল্যান ঘোষণা করবে (ambitious 2030 emissions target) বলে White House সূত্রে খবর।


আরও পড়ুন: রবিবার মধ্যরাতের আকাশে দেখা যাবে Supermoon