ওয়েব ডেস্ক: বিশ্বের বৃহত্তম বিমান আকাশে উড়েছে। বুধবার ইংল্যান্ডের কার্ডিংটন এয়ারপোর্ট থেকে সেটি আকাশে ওড়ে। এয়ারল্যান্ডার টেন নামের বায়ুযানটির এক অংশ বিমানের মতো, অন্য অংশ উড়োজাহাজের মতো। লম্বায় ৩০২ ফুট। বিমানটি ৪,৮৮০ মিটার উপর দিয়ে ঘণ্টায় ১৪৮ কিলোমিটার বেগে চলতে সক্ষম। হিলিয়াম ভরার পর মনুষ্যবিহীন অবস্থায় এটি দু' সপ্তাহেরও বেশি সময় এবং মানুষ থাকলে পাঁচ দিন আকাশে থাকতে পারবে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন তাঁর বিয়ে না হয়ে গেলে, তিনি সোনম কাপুরকে বিয়ে করতে চাইতেন!
 
প্রস্তুতকারক কোম্পানি হাইব্রিড এয়ার ভেহিকলস (এইচএভি) জানিয়েছে, বিমানটি মালবাহী হিসেবে বাণিজ্যিকভাবেও ব্যবহার করা যাবে। কোম্পানিটি এয়ারল্যান্ডারকে বর্তমানে চলাচলরত বায়ুযানগুলোর মধ্যে বৃহত্তম বলে দাবি করেছে। এই প্রকল্পে ব্রিটিশ সরকার ২৫ লাখ পাউন্ড সাহায্য করেছে। কারিগরি সমস্যার কারণে রবিবার প্রথম উড়ানের প্রচেষ্টা ব্যর্থ হয়। ওই সমস্যা দূর করার পর বুধবার প্রথম উড়ানে সেটি ৩০ মিনিট আকাশে ছিল।


আরও পড়ুন  রিও অলিম্পিকে লড়াইয়ের স্বপ্ন শেষ নরসিং যাদবের