নিজস্ব প্রতিবেদন: দূষণহীন শহর অনেকটা 'সোনার পাথরবাটি'র মতো শুনতে লাগে। কিন্তু সোনার পাথরবাটি অসম্ভব হলেও দূষণহীন শহর আর গল্পকথা নয়। কেননা, আর এক দশকের মধ্যেই পৃথিবী পাচ্ছে একটি সম্পূর্ণ দূষণহীন শহর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্পূর্ণ দূষণহীন এই শহরের পরিকল্পনা করেছে সৌদি আরব (Saudi Arabia)। সৌদি যুবরাজ  মোহাম্মদ বিন সালমান (Saudi Crown Prince Mohammed bin Salman)রবিবার নতুন এই শহরের নকশা তুলে ধরেছেন। শহরের নাম হবে 'দ্য লাইন' (THE LINE)।


২০১৭ সালেই এই শহর তৈরির পরিকল্পনা করেছিল সৌদি। একটি গোটা শহর, যেখানে কোনো গাড়ি নেই, রাস্তা নেই, নেই কার্বন নিঃসরণ। ফলে নেই দূষণও (an eco-city with zero cars, zero streets and zero carbon emissions)। প্রকল্পটির নাম 'নিয়োম' (NEOM)। লোহিত সাগরের ধারে গড়ে ওঠা এই শহরের কাজ শেষ হতে সময় লাগবে প্রায় ১০ বছর। কাজ শুরু হবে এ বছরের প্রথম দিকে।


২৬ হাজার ৫০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তৈরি হবে এই শহর। কার্বন নিঃসরণ হয়, এমন কোনও কিছুই এ শহরে রাখা হবে না। কিন্তু তাই বলে শহরটি বিজ্ঞান এবং প্রযুক্তিতে পিছিয়ে থাকবে না। বরং আক্ষরিক অর্থেই সব দিক থেকে এটি হয়ে উঠবে এক অত্যাধুনিক শহর।


Also Read: শেষ ৫০ বছরের তুলনায় ২০২১ সালেই সব চেয়ে গতিশীল পৃথিবী