নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করেছে ভারত সরকার। তারপর আন্তর্জাতিক মঞ্চে দরবার করেও সফল হননি ইমরান খান। এর মধ্যে গতকাল, সোমবার পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী। এবার দেশের মধ্যেই ইমরানকে নিশানা করলেন বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি। পাক প্রধানমন্ত্রীর উদ্দেশে ক্ষোভ উগড়ে দিয়ে বললেন, আগে শ্রীনগর দখল করাই ছিল পাকিস্তানের বিদেশনীতি। আর এখন মুজফফরাবাদ (পাক অধিকৃত কাশ্মীর) বাঁচানোর কথা ভাবতে হচ্ছে।    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আদিয়ালা জেলে বাবা আসিফ আলি জারদারিকে দেখতে গিয়েছিলেন ভুট্টো। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, 'ভারতের থেকে শ্রীনগর ছিনিয়ে নেওয়ার নীতি নিয়ে এতদিন চলেছে পাকিস্তান। কিন্তু ভারতের হাত থেকে কীভাবে মুজফফরাবাদ বাঁচাবো, সেই চিন্তা করতে হচ্ছে। এর জন্য দায়ী ইমরান খানের অক্ষম সরকার।'     
             
বিলাওয়াল ভুট্টো আরও বলেন, 'গণতন্ত্র নিয়ে যা করেছেন আপনি সহ্য করেছি। অর্থনীতি ধ্বংস করেছেন, এটাও মেনে নিলাম। কিন্তু আপনি বিরোধী নেতাদের গ্রেফতার করতেই ব্যস্ত থাকলেন। ইমরান খান ঘুমিয়ে থাকলেন, আর মোদী কাশ্মীর ছিনিয়ে নিয়ে গেল।' 



জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ রদের পর থেকে নানা ভাবে ভারতকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে পাকিস্তান। কিন্তু এখনও পর্যন্ত আন্তর্জাতিক মঞ্চে মেলেনি সাফল্য। চিনের আবদার মেনে কাশ্মীর নিয়ে বদ্ধঘরে বৈঠকে সম্মত হয়েছিল রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ। কিন্তু সেখানে পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে চিন ছাড়া বাকিরা ভারতের পাশে দাঁড়িয়েছে। সোমবার ফ্রান্সে জি৭ বৈঠকের ফাঁকে আলোচনায় বসেন মোদী-ট্রাম্প। সেখানে প্রধানমন্ত্রী স্পষ্ট করে দেন, কাশ্মীর নিয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না ভারত। পরে সাংবাদিক বৈঠকে ট্রাম্পকে পাশে বসিয়ে প্রধানমন্ত্রী বলেন,'ভারত-পাকিস্তান মিলে আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান করতে রাজি। অন্য কোনও দেশকে কষ্ট করতে হবে না।' আন্তর্জাতিক মহলে সাড়া না পেয়ে ইমরান খান আবার এসপার-ওসপার করার হুঁশিয়ারিও দেন। 


আরও পড়ুন- কাশ্মীর নিয়ে এসপার - ওসপার করার সময় এসেছে, হুঙ্কার ছাড়লেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান