নিজস্ব প্রতিবেদন: খামার থেকে উধাও উটের ছানা! কী হল, কোথায় গেল, খোঁজ খোঁজ চারিদিকে। অনেক খুঁজেও সেটিকে না পেয়ে খামারের মালিক পুলিসে খবর দেন। দায়ের করেন লিখিত অভিযোগও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুলিস খামারে পৌঁছে সব কিছু খতিয়ে দেখে। কোনও কিনারা হয় না। শুরু হয় তদন্ত। শেষে খামার থেকে কয়েক কিলোমিটার দূরে ছানাটির খোঁজ মেলে। মেলে এক ব্যক্তির বাড়িতে। তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানান, উটের ছানাটি নিজে থেকেই তাঁর বাড়িতে চলে এসেছে। যদিও পরিস্থিতি খতিয়ে দেখে সন্দেহ হয় পুলিসের। পরে ওই ব্যক্তিকে জেরা করা হলে তিনি পুরো ঘটনাটি স্বীকার করেন।


আরও পড়ুন: হাসপাতালে ভর্তি রাজকুমার ফিলিপ


কী ঘটনা?


চলতি মাসে জন্মদিন ছিল ওই ব্যক্তির বান্ধবীর। বান্ধবী তাঁর কাছে একটি উটছানার আবদার জানান। কেনার ক্ষমতা নেই। এদিকে বান্ধবীকে খুশি করার ইচ্ছে ষোলোআনা। তাই অগত্যা চুরি। সব শুনে দুবাই পুলিস গ্রেপ্তার করে ওই ব্যক্তিকে। উটছানাটিকে তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।


আরও পড়ুন: ভাঙা হচ্ছে ট্রাম্পের Casino, ৪০ হাজার টাকা খরচ করে দেখতে এল মানুষ