হাসপাতালে ভর্তি রাজকুমার ফিলিপ
আপাতত কয়েকদিন সেখানেই থাকবেন ফিলিপ।
নিজস্ব প্রতিবেদন: হঠাৎ করেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হল রানি এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপকে। তবে কোভিড-সংক্রান্ত কোনও জটিলতা নয় বলেই জানা গিয়েছে।
সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতেই অসুস্থ বোধ করেন ব্রিটেনের ডিউক অব এডিনবরা ফিলিপ (Duke of Edinburgh Prince Philip)। তাঁর বয়স হয়েছে ৯৯ বছর। বুধবার বাকিংহাম প্যালেস জানিয়েছে, চিকিৎসকের পরামর্শেই রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II) স্বামী ফিলিপকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: তুষারঝড়ে বিপর্যস্ত টেক্সাস, মৃত্যু ৪
মঙ্গলবার রাতেই ফিলিপকে কিং সপ্তম এডওয়ার্ড হাসপাতালে (King Edward VII Hospital in London)ভর্তি করা হয়। সেখানে তাঁর কিছু রুটিন শারীরিক পরীক্ষা করা হবে বলে খবর। আপাতত কয়েকদিন সেখানেই থাকবেন ফিলিপ।
প্রসঙ্গত, ২০১৭ সালেই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে নিজের সমস্ত দায়িত্ব কর্তব্য থেকে অবসর নিয়ে নিয়েছিলেন প্রিন্স ফিলিপ। এবং এর পর থেকে প্রকাশ্যে খুব কমই এসেছেন তিনি।