ওয়েব ডেস্ক: গুলশান হামলার রেশ মিটতে না মিটতেই ফের রক্তাক্ত বাংলাদেশ। ঈদের দিনেও রেহাই নেই। ঈদের সকালেই কিশোরগঞ্জের শোলাকিয়ায় বাংলাদেশের সবচেয়ে বড় ঈদ জামাতের মাঠের কাছে হাতবোমা বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছেন। বিস্ফোরণে এক পুলিস কর্মী মারা গিয়েছেন বলে প্রাথমিক খবর। অন্তত আটজন পুলিস কর্মী আহত হয়েছেন বলে খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পড়ুন গুলশান হামলা নিয়ে যা বলল ISIS


বাংলাদেশের বিভিন্ন ওয়েবসাইট ঘেটে যা খবর পাওয়া যাচ্ছে তাতে, শেলাকিয়া মাঠের এক কিলোমিটারের মধ্যে আজিমুদ্দিন স্কুলের পাশের গেইটে সকাল সাড়ে ৯টায় হাতবোমা বিস্ফোরণের এই ঘটনাটি ঘটে। শোলাকিয়া মাঠের জামাতে অংশ নিতে জড়ো হয়েছেন লাখো মানুষ। তাদের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা তৈরি হয়েছে।  


পুলিসের প্রাথমিক ধারণা, ককটেল জাতীয় কিছুর বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এখনও সব কিছু স্পষ্ট নয়।


পরে খবর পাওয়া যায় নামাজ চলাকালীন বিস্ফোরণে নিহত অন্তত তিন  গুরুতর জখম আরও অনেকে। খতম হামলাকারীও।


দশ থেকে পনেরোজনকে ইতিমধ্যেই ময়মনসিংহ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।  খতম হামলাকারীও।  গত শুক্রবার ঢাকার গুলশন এলাকায় হোলি কাফেতে ভয়াবহ জঙ্গি নাশকতার পর থেকেই আশঙ্কা ছিল। এই পরিস্থিতি শরিয়ত আইন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্তকাল ফের হামলার পর হামলা চালিয়ে যাওয়ার হুমকি ভিডিও প্রকাশ করেছে আইসিস।