ওয়েব ডেস্ক:   প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল লন্ডন। শুক্রবার পশ্চিম লন্ডনের পারসনস গ্রিন আন্ডারগ্রাউন্ড স্টেশনে বিস্ফোরণটি ঘটে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বিস্ফোরণে আহত হয়েছেন ২০ জন যাত্রী। তাঁদের মধ্যে বেশ কিছু জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হাত-পা ঝলসে গিয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনাস্থলে পুলিস, দমকলবাহিনী। ৬টি অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার করে যাত্রীদের উদ্ধার করা হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



যাত্রীদেরই কয়েকজন সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করেছেন। প্রত্যক্ষদর্শীরাও বেশ কিছু টুইট করে জানিয়েছেন নিজেদের অভিজ্ঞতা। বিস্ফোরকটি একটি প্যাকেটের মধ্যে করে একটি কৌটোয় মেট্রো স্টেশনের এক কোণায় রেখে দেওয়া ছিল বলে প্রাথমিক সূত্রে খবর পাওয়া যাচ্ছে। কিছু সন্দেহজনক বস্তু উদ্ধার করে তা নিষ্ক্রিয় করা হয়েছে। এখনও পর্যন্ত কেউ বিস্ফোরণের দায় স্বীকার করেনি। মেট্রো স্টেশনটিকে আপাতত সিল করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। আর্লস কোর্ট ও উইম্বলডনের মধ্যে মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।  তদন্ত চলছে।