কানাডার ভারতীয় রেস্তোরাঁয় বিস্ফোরণ, আহত কমপক্ষে ১৫
ওন্তারিও পুলিস জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বম্বে ভেল নামে ওই রেস্তোরাঁয় আইইডি বিস্ফোরণ ঘটায় দুই দুষ্কৃতী। তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে পুলিস
নিজস্ব প্রতিবেদন: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কানাডার ওন্তারিওর মিসসিসসাগুয়া শহর। সাংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, একটি ভারতীয় রেস্তোরাঁয় বিস্ফোরণটি ঘটে। এই বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। ৩জনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন- প্রাক্তনদের সামনেই গাঁটছড়া বাঁধলেন যুবরাজ হ্যারি
ওন্তারিও পুলিস জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বম্বে ভেল নামে ওই রেস্তোরাঁয় আইইডি বিস্ফোরণ ঘটায় দুই দুষ্কৃতী। তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে পুলিস। পুলিস সূত্রে খবর, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর জখম ৩জনকে টরেন্টো ট্রমা সেন্টারে ভর্তি করা হয়।
আরও পড়ুন- কিমের সঙ্গে বৈঠক থেকে সরে আসতে প্রস্তুত ট্রাম্প, হুমকি মার্কিন ভাইস প্রেসিডেন্টের
সংবাদমাধ্যম সূত্রে খবর, স্থানীয় সময় রাত সাড়ে ১০টা নাগাদ বিস্ফোরণটি হয়। চলতি মাসেই টরেন্টোয় প্রকাশ্যে রাস্তায় দুষ্কৃতীর গাড়িতে পিষ্ট হয়ে মারা যান ১০ জন। আহত হন কমপক্ষে ১৫। এই ঘটনার সঙ্গে এ দিনের বিস্ফোরণে কোনও যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিস।
আরও পড়ুন- জালালাবাদে স্টেডিয়ামে ধারাবাহিক বিস্ফোরণ; হত ৮, আহত বহু