জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্রিটেনের এয়ারলাইনস জেটব্লুর একটি উড়োজাহাজ ফ্লোরিডার ফোর্ট লডারডেল বিমানবন্দরে অবতরণের পর সেটির ল্যান্ডিং গিয়ার বা চাকার খোপের ভেতরে দুটি মৃতদেহ খুঁজে পাওয়া গিয়েছে! ভয়ংকর! কী করে ঘটল? কী জানা গেল?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Tibet Earthquake Update: মৃত্যু ১২৬, আহত ২০০! বিপদের মুখ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৩০ হাজার মানুষকে...


জেটব্লু কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, সোমবার রাতে তাদের একটি উড়োজাহাজ ফ্লোরিডার ফোর্ট লডারডেল বিমানবন্দরে অবতরণ করে। ল্যান্ডিংয়ের পরে নিয়মমাফিক পরীক্ষার সময়ে বিমানবন্দরের কর্মীরা সেটির ল্যান্ডিং গিয়ারের ভেতরে দুটি পচাগলা দেহ দেখতে পান। অভিশপ্ত বিমানটি সোমবার রাতে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে রাত ১১টা নাগাদ ফ্লোরিডায় নামে। স্থানীয় পুলিস ঘটনাটি তদন্ত করে দেখছে। মৃত্যুর কারণ জানতে মৃতদেহ দুটির ময়নাতদন্ত করে দেখা হচ্ছে।


কেন উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারের খোপে এরকম মৃত্যু? যতটুকু জানা গিয়েছে, তা হল উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারের খোপের ভেতরের জায়গাটি এমনিতেই খুব বিপজ্জনক। সেখানে কেউ উঠে পড়লে অতিরিক্ত ঠান্ডা ও অক্সিজেনের অভাবে তাঁর মৃত্যু নিশ্চিত। এ ছাড়া সংশ্লিষ্ট বিমানটি উড়তে শুরু করার পরে যখন সেটির চাকা ওই খোপে ঢোকানো হয়, সে সময়ও চাকার চাপে পিষ্ট হয়েও সেখানে থাকা ব্যক্তির মৃত্যু ঘটতে পারে। এক্ষেত্রে এরকমই কি কিছু ঘটেছে?


খুব স্বাভাবিক ভাবেই এই দৃশ্য দেখে আঁতকে উঠেছেন বিমান কর্তৃপক্ষ। কীভাবে এবং কোন পরিস্থিতিতে ওই দুই ব্যক্তি উড়োজাহাজের চাকার খোপের ভেতরে ঢুকে পড়েছিলেন, ঠিক কী ঘটেছিল-- এসবই তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। অত্যন্ত দুঃখের সঙ্গে তাঁরা জানিয়েছেন, খুবই হৃদয়বিদারক ঘটনা। কীভাবে এমন একটি কাণ্ড ঘটল, তা জানতে তাঁরা একযোগে কাজ করছেন।


আরও পড়ুন: HMPV Infection: মাত্র ১০ দিনেই যেভাবে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, তাতে HMPV নিয়ে যথেষ্ট উদ্বেগে গোটা দেশ...


ক'দিন আগেও এরকম একটি ঘটনা ঘটেছিল। এরকমই বিমানের চাকার খোপে মিলেছিল দেহ। ফ্লোরিডার ঘটনার মাত্র সপ্তাদুয়েক আগে বড়দিনের আগের রাতে হাওয়াইয়ে অবতরণ করা একটি বিমানের চাকার খোপেও একজনের দেহ পাওয়া গিয়েছিল। ওই বিমানটি ছিল ইউনাইটেড এয়ারলাইনসের। কীভাবে ওই ব্যক্তি বিমানের চাকার ভেতরে ঢুকেছিলেন, তাঁর মৃত্যুর কারণই-বা কী, এসব বিষয়ে অবশ্য সংশ্লিষ্ট এয়ারলাইনস কর্তৃপক্ষ কিছু বলেনি।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)