নিজস্ব প্রতিবেদন: ফেসবুকের সদর দফতরে বোমাতঙ্ক। মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ বোমাতঙ্ক ছড়ায় ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির মেলানো পার্কে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মেলানো পার্ক পুলিশ জানিয়েছে, ওই ক্যাম্পাসের মধ্যে একটি তিনতলা বাড়ি আছে। সেই বাড়িতেই বোমাতঙ্ক ছড়ায়। হুড়োহুড়ি পড়ে যায় কর্মীদের মধ্যে।


আরও পড়ুন: দেরি হয়ে যাচ্ছে, রিক্সাচালক-কে মার মহিলা যাত্রীর! ভিডিয়ো ভাইরাল 


সঙ্গে সঙ্গে ওই বাড়িটি খালি করে দেওয়া হয়। খবর যায় পুলিশ ও বম্ব স্কোয়াডের কাছে। তারা গিয়ে সবকিছু পর্যবেক্ষণ করে।


কিন্তু কোথাও কোনও বোমার সন্ধান মেলেনি। তাই বেশ কয়েক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়। তার পর সেখানে ফের কাজ শুরু হয়।


যদিও ফেসবুক কর্তৃপক্ষের তরফে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, মেলানো পার্কের একাধিক অফিস বাড়িতে বোমাতঙ্ক সৃষ্টি হয়েছিল।


আরও পড়ুন: এই গ্রামে পুরুষ প্রবেশ নিষেধ, কড়া পাহারায় সিরিয়ার প্রমীলা ব্রিগেড


জানা গিয়েছে, কয়েকমাস আগেই মেলানো পার্কে আতঙ্ক ছড়িয়েছিল। তখন ঘটনা ঘটেছিল ইউটিউবের দফতরে। এক মহিলা আগুন ধরিয়ে দিয়েছিল। এই ঘটনায় তিনজন আহত হন। পরে অবশ্য ওই মহিলা নিজেই নিজেকে গুলি করে হত্যা করেন।