ওয়েব ডেস্ক: বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে চিনের এক শপিং মলে এমন এক প্রতিযোগিতার আয়োজন করা হল, যা গোটা বিশ্বকে বিস্মিত করল, তার সঙ্গেই তৈরি করল বিতর্কও। নারী দিবস উপলক্ষ্যে শপিং মলে আয়োজিত হল 'Bra Un-Doing Contest'। প্রতিযোগিতা ছিল এমন, কত কম সময়ে একজন প্রতিযোগী (মহিলা বা পুরুষ) অন্য মহিলার অন্তর্বাস খুলে দিচ্ছেন। যত অল্প সময়ে এই কাণ্ডটি যিনি করতে পারবেন তিনি পুরস্কার হিসেবে জিতে নেবেন ভ্যাকুইম ক্লিনার। এই প্রতিযোগিতায় জিতেছেন একজন মহিলা প্রতিযোগিই। ১৪ সেকেন্ডে এই 'অসাধ্য' সাধন করছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রশ্ন, বিশ্ব নারী দিবস এমন এক প্রতিযোগিতায় উদযাপিত হওয়াটা কাম্য?


দেশটার নাম চিন। রাষ্ট্রবিজ্ঞানের ব্যাখ্যায় চিন কমিউনিস্ট দেশ। সেখানে ভোগবাদ নিপাত যাক-এই স্লোগানে আকাশ গর্জে ওঠে, গ্রন্থের পর গ্রন্থ ভোগবাদের আগ্রাসনের বিরুদ্ধে লেখা হয়। নারীকে পণ্য করার প্রতিবাদে দেশ এককাট্টা হয়, সেখানে এমন এক নিদর্শন কেবল বিস্ময়ের নয়, প্রশ্ন আদর্শ নিয়েও। কারণ, নারী দিবস উদযাপনে 'Bra Un-Doing Contest'-যে আসলে গ্রাহক টানতে একটা বিজ্ঞাপনী কায়দা, একটা ভোগবাদী আচরণ, এবিষয়ে কোনও সন্দেহ নেই। শপিং মল, কর্পোরেট কালচারের এই চরিত্র তথাকথিত প্রথম বিশ্ব তথা ধনতান্ত্রিক দেশ আমেরিকা ও ইউরোপের দেশ গুলিতেও নজিরবিহীন। এমনটা কেন হল, এ নিয়ে বিচার বিশ্লেষণ করছে তদানীন্তন রাষ্ট্র ব্যবস্থা।