সন্ত্রাসবাদকে রেয়াত নয়, স্পষ্ট ঘোষণা BRICS সম্মেলনে
ওয়েব ডেস্ক: BRICS সম্মেলনে এক যৌথ বিবৃতিতে সন্ত্রাসবাদের নিন্দা করলেন সংগঠনের আওতাভূক্ত দেশগুলির নেতারা। উঠে এল পাকিস্তানের লস্কর, হিজবুলের একাধিক জঙ্গি গোষ্ঠীর নাম।
প্রসঙ্গত, এর আগে একাধিক আন্তর্জাতিক মঞ্চে পাক মদতপুষ্ট সন্ত্রাসের কথা বলেছে ভারত। এবার ব্রিক্স সম্মেলনে যেসব জঙ্গি গোষ্ঠীর নাম উঠে এল তাদের বাড়বাড়ন্ত পাকিস্তানের মাটিতেই। ফলে গোটা বিষয়টিকে ভারত তার সাফল্য বলেই মনে করছে।
ব্রিক্স আওতাভূক্ত দেশগুলির নেতারা একসঙ্গে সন্ত্রাসবাদের নিন্দার পাশাপাশি জঙ্গিদের বিরুদ্ধে আর্থিক ব্যবস্থা নেওয়ারও ডাক দিলেন তাঁরা। একই সঙ্গে দাবি করা হয়েছে, সন্ত্রাস মোকাবিলায় রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের রেজলিউশন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। সন্ত্রাসবাদের কথা বলতে গিয়ে পাক জঙ্গি সংগঠনগুলির নামও নিলেন তাঁরা।
উল্লেখ্য, বন্ধু হওয়া সত্ত্বেও সম্মেলনে পাকিস্তানের হাক্কানি, লস্কর, জইশের নাম ওঠায় বেশ অস্তস্তিতে পড়ে গেল চিনও। ব্রিক্স জিয়াওমেন ঘোষণা-য় এ দিন বলা হয়, ব্রিক্স আওতাভূক্ত দেশগুলির পাশাপাশি গোটা দুনিয়ায় সব ধরনের সন্ত্রাসের নিন্দা করা হচ্ছে।
আরও পড়ুন-বারামুলায় চলছে গুলির লড়াই, খতম ২ জঙ্গি