নিজস্ব প্রতিবেদন— করোনাভাইরাসে আক্রান্ত হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আক্রান্ত হওয়ার খবর বরিস নিজেই টুইটারে জানিয়েছেন। লিখেছেন, গত ২৪ ঘণ্টায় কাশি ও অন্যান্য উপসর্গ আমার শরীরে দেখা দিয়েছে। টেস্ট করানোর পর রিপোর্ট পজিটিভ এসেছে। তবে আমি সরকারের সমস্ত পদক্ষেপের নেতৃত্ব দেব ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে। এই মারণ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ জারি থাকবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন— মানুষের 'উত্পাত' নেই! সমুদ্র সৈকত দখল করে ডিম পাড়ছে লাখো কচ্ছপ



জানা গিয়েছে ডাউনিং স্ট্রিটে নিজের বাড়িতে সেল্‌ফ আইসোলেশনে রয়েছেন বরিস। বৃহস্পতিবার রাতেও ব্রিটেনের স্বাস্থ্য বিভাগের কর্মীদের সঙ্গে দেখা করে তাঁদের কাজের প্রশংসা করেছিলেন তিনি। তার পর গত ২৪ ঘণ্টায় তাঁর শরীরে করোনায় আক্রান্ত হওয়ার একাধিক উপসর্গ দেখা দেয়। গত ২৪ ঘণ্টায় ব্রিটেনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৩ জন। উদ্বেগ বাড়ছে প্রশাসনের মধ্যে। কিছুদিন আগেই বরিস বলেছিলেন, আমরা আট সপ্তাহের মধ্যে ব্রিটেনে করোনাভাইরাসের স্রোত উল্টোদিকে ঘুরিয়ে দেব। কিন্তু তিনি নিজেই আক্রান্ত হয়ে পড়ায় এবার সাধারণ নাগরিকদের মধ্যেও উদ্বেগ বাড়তে শুরু করেছে।