নিজস্ব প্রতিবেদন: ব্রিটিশ প্রধানমন্ত্রীর সফরে বারেবারেই পড়ছে বাধা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারতে কোভিডের বাড়াবাড়ির কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের  (British Prime Minister Boris Johnson) ভারত সফর ফের বাতিল হল। সোমবার ব্রিটিশ বিদেশ মন্ত্রক সূত্রে এ খবর জানা গিয়েছে।


এই মাসের শেষে ৩ দিনের ভারত সফরে আসার কথা ছিল বরিসের। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত-ব্রিটেন কূটনীতি (UK-India partnership),বাণিজ্য (trade) এবং প্রতিরক্ষা (defence) সংক্রান্ত আলোচনার পাশাপাশি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সুরক্ষার বিষয়টিও তাঁর সফরের অন্যতম আলোচ্য ছিল বলে  জানানো হয়েছিল বিদেশ মন্ত্রক সূত্রে।


আরও পড়ুন:  প্লাস্টিকের হ্রদ! আতঙ্ক জাগাচ্ছে বলিভিয়ার Uru Uru lake


বিশ্ব জুড়ে করোনা সংক্রমণ (coronavirus) বাড়তে থাকায় বরিসের সফরসূচি কাটছাঁট করার কথা অবশ্য আগেই ভাবা হয়েছিল। ব্রিটেনের প্রধান বিরোধী দল লেবার পার্টির পাশাপাশি ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির একাংশের তরফেও করোনা পরিস্থিতির কারণে বরিসের ভারত সফর নিয়ে আপত্তি তোলা হয়।


প্রসঙ্গত, এর আগে জানুয়ারি মাসে বরিসের ভারত সফরে আসার কথা ছিল। প্রজাতন্ত্র দিবসে তাঁর 'প্রধান অতিথি' হওয়ার কথাও ছিল। কিন্তু সেই সময়ে ব্রিটেনে কোভিডের (COVID) কারণে বাতিল করতে হয়েছিল বরিসের সফর।


আরও পড়ুন: ২০ লক্ষ বছর আগে অগ্ন্যুৎপাত ঘটেছিল মঙ্গলে, গর্ত ভরে উঠত বরফে!