জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক যেটিকে 'কমন সেন্স' বলছেন, অনেকেই সেটাকে 'কমন সেন্স' বলে মানতে চাইছেন না। কিন্তু তা সত্ত্বেও সুনাক লিঙ্গরূপান্তরিতদের নিয়ে বড় কথা বলে দিলেন। তিনি বললেন-- একজন পুরুষ একজন পুরুষই এবং একজন নারী একজন নারীই! ঋষি সুনাক ট্রান্সজেন্ডারদের নিয়ে এই কথা বলে সোশ্যাল মিডিয়ায় নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন। তিনি বলেছেন, মানুষ চাইলেই তার ইচ্ছেমতো লিঙ্গ পরিবর্তন করতে পারে না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Pakistan: পাকিস্তানি সংবাদমাধ্যম গোপনে নিয়ন্ত্রণ করছে চিন? ভারত কি বিপন্ন?


গতকাল, বুধবার ২০২৩ সালের কনজারভেটিভ পার্টির সম্মেলনে দেওয়া সমাপ্তি ভাষণে ঋষি সুনাক এই মন্তব্য করেছেন। সম্মেলনে তিনি বলেছেন-- মানুষ চাইলেই যে কোনও লিঙ্গ বদল করে নিতে পারেন-- এই বিশ্বাসটাই কারও থাকা উচিত নয়, আর তাঁরা তা করতে পারেন না! গত মঙ্গলবার ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী স্টিভ বার্কলে ইংল্যান্ডের উওম্যান হসপিটাল ওয়ার্ডে ট্রান্সজেন্ডার মহিলাদের চিকিৎসা নিষিদ্ধ করার পরিকল্পনার প্রস্তাব করেন। এর পরেই ঋষি সুনাকের এই মন্তব্য।


এই প্রসঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, মা-বাবার জানা উচিত, স্কুলে তাঁদের ছেলেমেয়েরা মানুষে-মানুষে সম্পর্ক নিয়ে কী শিখছে। হাসপাতালগুলি পুরুষ বা নারীদের লিঙ্গান্তর নিয়ে কী ভাবছে, তা-ও রোগীদের জানা উচিত।


আরও পড়ুন: Kevin McCarthy: জো বাইডেনকে বাঁচানোর শাস্তি! ম্যাককার্থির স্পিকারপদ কেড়ে নিল তাঁরই দল...


অনেকেই সুনাকের এই দৃষ্টিভঙ্গি সমর্থন করেছেন। তবে অনেকে ঋষির কথা ট্রান্সজেন্ডারদের প্রতি অসম্মানজনক বলে মনে করেছেন। এবং এই কারণে ঋষির উপর ক্ষুব্ধ হয়েছেন তাঁরা। ট্রান্সজেন্ডারদের নিয়ে কমনসেন্সের প্রসঙ্গ তোলায় কেউ কেউ আবার ঋষিরই কমনসেন্স কম বলেও তাঁকে উপহাস করেন।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)