ওয়েব ডেস্ক: ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস, অস্ট্রিয়ার পর এবার বোরখা এবং নিকাবের মতো ইসলামি পোশাক নিষিদ্ধ হয়ে গেল ডেনমার্কেও। এনিয়ে অধিকাংশ রাজনৈতিক দলই ডেনমার্কের সংসদে সরব হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বোরখা বা নিকাবের মতো ইসলামি পোশাক নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে তুমুল বিতর্ক হয়েছে। ধর্মীয় স্বাধীনতা নাকি নিরাপত্তা, কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া হবে তা নিয়ে ইউরোপের অনেক দেশই এখন ভাবনাচিন্তা করছে। এর মধ্যেই ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস, বুলগেরিয়া ও জার্মানির বাভারিয়া মুখ ঢাকা নিষিদ্ধ করে দিয়েছে।


মুখ ঢাকা প্রসঙ্গে ডেনমার্কের লিবারাল পার্টির মুখপাত্র জ্যাকব এলম্যানের বক্তব্য, কোনও ধর্মীয় পোশাক নিষিদ্ধ করার পক্ষে আমরা নই। বরং মুখ ঢাকারই বিরুদ্ধে আমরা।


দেশের সোশ্যাল ডেমোক্রাট নেতা মেট ফেডরিকশন মনে করেন, বোরখা নিষিদ্ধ করা হবে বটে, কিন্তু কীভাবে ওই নির্দেশিকা বলবৎ করা হবে সেটাই এখন বড় প্রশ্ন।


আরও পড়ুন-স্পিডে এগিয়ে এয়ারটেলই, জানাল ওপেনসিগনাল