নিজস্ব প্রতিবেদন: বাস-ট্রাকের সংঘর্ষে চিনে মৃত্যু হল কমপক্ষে ১৮ জনের। গুরুতর আহত ১৪ জন। শুক্রবার হুনান প্রদেশে হাইওয়ে-তে দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রীবাহী বাস। জানা গিয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় বাসটির।আরও পড়ুন- বাণিজ্য যুদ্ধে মার্কিন-কানাডার তর্জা চরমে, নতুন করে শুল্ক বসালেন ট্রুডো


সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, বৃষ্টি-স্নাত সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র এক সমীক্ষায় দেখা গিয়েছে চিনে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রায় আড়াই লক্ষ মানুষের মৃত্যু হয়। বেলাগাম গতি, গাড়ির রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণে দুর্ঘটনা উত্তরোত্তর বাড়ছে চিনে। বিমান বা দূরপাল্লা ট্রেনের খরচ বাঁচাতে সস্তার অত্যাধুনিক বাস চালু রয়েছে চিনে।   আরও পড়ুন- ট্রাম্পকে ‘প্রতিশ্রুতি’ দিলেও গোপনে পরমাণু অস্ত্র তৈরি চালিয়ে যাচ্ছেন কিম!