জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত-কানাডা কূটনৈতিক উত্তেজনার মধ্যেই, মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে তারা শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে কানাডিয়ান তদন্তে সহযোগিতা করার জন্য ‘প্রকাশ্যে এবং ব্যক্তিগতভাবে’ ভারত সরকারকে অনুরোধ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র আরও বলেছে যে তদন্ত অবশ্যই এগিয়ে যেতে হবে এবং অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তারা দৈনিক সাংবাদিক সম্মেলনের সময়ে বিষয়টি উত্থাপন করে। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার কানাডার অভিযোগের একটি পুঙ্খানুপুঙ্খ তদন্তের গুরুত্বের উপর জোর দিয়েছেন। মিলার বলেন, ‘প্রধানমন্ত্রী ট্রুডোর অভিযোগে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা আমাদের কানাডিয়ান সহযোগীদের সঙ্গে যোগাযোগ রাখছি’।


আরও পড়ুন: Canada India Conflict: নিজ্জার হত্যাকাণ্ডে বড় আপডেট! ছবি প্রকাশ কানাডার তদন্তকারী সংস্থার


তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি যে কানাডার তদন্ত এগিয়ে যাওয়া এবং অপরাধীদের বিচারের আওতায় আনার বিষয়টি গুরুত্বপূর্ণ। এবং আমরা প্রকাশ্যে এবং ব্যক্তিগতভাবে কানাডিয়ান তদন্তে সহযোগিতা করার জন্য ভারত সরকারকে অনুরোধ করেছি’।


কানাডা এর আগে অভিযোগ করেছিল যে ভারতীয় কর্তৃপক্ষ নিজ্জার হত্যার সঙ্গে জড়িত ছিল। এই দাবিটি নয়াদিল্লি দৃঢ়ভাবে অস্বীকার করেছে।


পাশাপাশি, ক্যালিফোর্নিয়ার প্রতিনিধিত্বকারী ইউএস হাউসের সদস্য জিম কস্তাও কানাডিয়ান শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ড সংক্রান্ত রিপোর্টের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।


আরও পড়ুন: Pope | Ukraine: স্বার্থের জন্য খেলার মাঠ ইউক্রেণ, শহিদ হচ্ছে জনগন; বিস্ফোরক পোপ


সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ তিনি একটি পোস্টে লিখেছেন, ‘কানাডিয়ান শিখ নেতা হরদীপ সিং নিজ্জারকে হত্যা করা হয়েছে এমন খবরে আমি খুবই উদ্বিগ্ন, এবং আমি হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য হিসাবে একটি অফিসিয়াল ব্রিফিংয়ের অনুরোধ করেছি। কাদের জবাবদিহি করতে হবে তা নির্ধারণ করতে আমাদের অবশ্যই এই অপরাধের সম্পূর্ণ তদন্ত করতে হবে’।


কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জার হত্যায় ‘ভারত সরকারের জড়িত থাকার’ অভিযোগের পর কানাডা ও ভারতের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তীব্রতর হচ্ছে। জুন মাসে সারেতে তাঁকে হত্যা করা হয়।


ভারত দৃঢ়ভাবে এই অভিযোগগুলি প্রত্যাখ্যান করেছে। এগুলিকে ‘ভিত্তিহীন’ এবং ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উড়িয়ে দিয়েছে তাঁরা।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)