নিজস্ব প্রতিবেদন: গাঁজা বৈধ করার পথে আরও এক ধাপ এগোল কানাডা।  সেদেশে গাঁজা ব্যবহার আইনের সংশোধনী পার্লামেন্টের উচ্চকক্ষে পাশ করানোর পর আলোচনার জন্য নিম্নকক্ষে পাঠানো হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দীর্ঘদিন ধরে গাঁজা বৈধ করার দাবিতে সরব কানাডাবাসীদের একাংশ। দীর্ঘ ছয় মাস ধরে এব্যাপারে আলোচনা চলছিল সেদেশের বিভিন্ন মহলে। অবশেষে গাঁজা ব্যবহারের ওপর যাবতীয় বাধা দূর করতে চূড়ান্ত পদক্ষেপ করল কানাডা সরকার। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, আইনসভার মনোভাবকে স্বাগত জানিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। 


শর্ত-সাপেক্ষে নির্বাচনে মনোনয়ন জমা করার অনুমতি পেলেন মুশারফ


২০০১ সালে চিকিত্সায় গাঁজার ব্যবহার বৈধ করে কানাডা। সেই আইনে সংশোধনী এনে এবার বিনোদনে নির্দিষ্ট মাত্রায় গাঁজার ব্যবহার বৈধ করতে চলেছে তারা।