জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কয়েকদিন আগেই কানাডার ব্রাম্পটনে একটি মন্দিরে হামলা চালায় খালিস্তানপন্থীরা। এর পাশাপাশি শিখ ফর জাস্টিস সংগঠনের তরফে একটি ভিডিয়ো বার্তায় খালিস্তানি জঙ্গি নেতা পান্নুন হুমকি দিয়েছে এমাসেই অযোধ্যার রামমন্দিরের উপরে হামলা চালানো হবে। এবার হুমকির মুখে তাদের অনুষ্ঠান বাতিল করল ব্রাম্পটনের ত্রিবেণী মন্দির ও কমিউনিটি সেন্টার। আগামী ১৭ নভেম্বর সেখানে হিন্দু ও শিখদের একটি অনুষ্ঠান ছিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ভয়ংকর! ভিড়ের মধ্যে প্রবল বেগে গাড়ি চালিয়ে দিল চালক, মৃত কমপক্ষে ৩৫


ব্রাম্পটনের ত্রিবেণী মন্দির ও কমিউনিটি সেন্টারে এলাকার শিখ ও হিন্দুরা তাদের লাইফ সার্টিফিকেট রিনিউ করতে পারতেন। পাশাপাশি এই জায়গাটি পুজো, কীর্তন, সেবা ও প্রবচনের জন্য ব্য়বহার হত। কিন্তু এবার তা হচ্ছে না।


মন্দিরের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় কনস্যুলেট আয়োজিত লাইফ সার্টিফিকেট ইস্যু করার যে প্রোগ্রাম ত্রিবেণী মন্দির ও কমিউনিটি সেন্টারে আগামী ১৭ নভেম্বর হওয়ার কথা ছিল তা হচ্ছে না। অনুষ্ঠান বাতিল করা হয়েছে। কারণ গোয়েন্দারা সতর্ক করেছেন যে সেন্টারের বড়সড় বিক্ষোভ হতে পারে।


এনিয়ে সরব কানাডার বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনের তরফে বলা হয়েছে কানার পুলিস হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থ। নাকি তারা খালিস্তানিদের চাপের কাছে নতি স্বীকার করেছেন। দেশের অধিকাংশ হিন্দুরা আর কানাডায় নিরাপদ বোধ করছেন না।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)