ওয়েব ডেস্ক: বিশ্বজুড়ে জাল ছড়াচ্ছে সন্ত্রাসবাদ। সন্ত্রাসের পদ্ধতিও যাচ্ছে বদলে। নাশকতা ঘটাতে রোজই নতুন নতুন প্ল্যান কষছে জঙ্গিরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আত্মঘাতী হামলা কাকে বলে তা প্রথম ব্যাপক আকারে দেখিয়েছিল এলটিটিই।
আল কায়দার হাতে সেটাই নতুন মাত্রা পায়। আস্ত একটা বিমান নিয়ে টুইন টাওয়ারের মধ্যে ঢুকে পড়ে লাদেনের বাহিনী।


সন্ত্রাসবাদের আতঙ্ক বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে নৃশংসতার নতুন নজির গড়েছে আইসিস জঙ্গিরা। ঢাকার গুলসনের কাফেতে গলা কেটে সাধারণ মানুষকে খুন করে তারা। কখনও মুণ্ডচ্ছেদ। কখনও আবার জ্যান্ত পুড়িয়ে বা জলে ডুবিয়ে মারা। নেট দুনিয়ায় আইসিসের ভিডিও দেখে শিউরে উঠেছেন গোটা বিশ্বের মানুষ।


মহিলাদের উপর ISIS-এর অকথ্য অত্যাচারের রহস্য ফাঁস!


বৃহস্পতিবার রাতে সন্ত্রাসবাদের নতুন রূপ দেখল ফ্রান্সের নিস। বিস্ফোরক বোঝাই ট্রাক নিয়ে ভিড়ের মধ্যে ঢুকে আত্মঘাতী বিস্ফোরণ। পাকিস্তান-আফগানিস্তান-ইরাকে এতো আকছারই ঘটে। নিসে জঙ্গিরা বেছে নিল অন্য কৌশল। ভিড়ের মধ্যে ট্রাক নিয়ে ঢুকে চাকার তলায় সাধারণ মানুষকে পিষে মারা হল। সাধারণ মানুষের মনে ব্যাপক আতঙ্ক ছড়াতেই জঙ্গিরা রোজ নাশকতার কৌশল বদলাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।