ওয়েব ডেস্ক: রাষ্ট্রসঙ্ঘের জন-পরিষেবা সম্মেলনে আজ ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী । রাজ্যের কন্যাশ্রী প্রকল্প কীভাবে বাংলার মেয়েদের মধ্যে শিক্ষার হার বাড়িয়েছে, কীভাবে তা নারী শিক্ষায় উত্সাহ জুগিয়েছে, এই বিষয়গুলিই তুলে ধরতে পারেন মমতা। সম্মেলনে কন্যাশ্রী প্রকল্প সেরার শিরোপা পায় কিনা, সেদিকেই তাকিয়ে সকলে। গতকাল থেকে শুরু হয়েছে এই সম্মেলন । গতকাল সম্মেলনে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র । ইতিমধ্যেই বাংলায় বিনিয়োগের উত্সাহ দেখিয়েছে নেদারল্যান্ডসের বণিক মহল। সেখানে সাফল্য পেয়েছে সরকার। কন্যাশ্রী প্রকল্প রাষ্ট্রসঙ্ঘের সেরার শিরোপা পেলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মুকুটে নতুন পালক যোগ করবে।