ডোকালা ইস্যুতে ভারতকে ব্যঙ্গ করে ভিডিও চিনের সরকারি সংবাদমাধ্যমে
ওয়েব ডেস্ক : ডোক লা ইস্যুতে এবার ভারতকে বিদ্রুপ করল চিনা সরকারি সংবাদ সংস্থা। ভারতকে সেনা প্রত্যাহারের হুমকি দিয়ে গত ২ মাস ধরে নানা প্রতিবেদন প্রকাশিত হয়েছে চিনা সংবাদপত্রগুলিতে। এবার চিনা সরকারি সংবাদসংস্থা জ়িনহুয়ার চটুল ব্যঙ্গের মুখে পড়তে হল ভারতকে।
'সেভেন সিন' নামক মিনিট তিনেকের ভিডিওটি আপলোড করা হয়েছে ওই সংবাদ সংস্থার টুইটার হ্যান্ডেলে। ভিডিওতে দেখা যাচ্ছে, ডোকালায় ভারত কী কী 'ভুল' করছে, ইন্দো-চিন কূটনৈতিক সম্পর্ক নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরছে চিনা সঞ্চালক ডায়ার ওয়াং।
তার কথার মাঝে মাঝেই দেখা যাচ্ছে, চোখে চশমা ও মুখভর্তি নকল দাড়িতে এক চরিত্রকে। বিদঘুটে ইংরেজি উচ্চারণে ভারতীয়দের ব্যঙ্গ করছে সে। ফেটে পড়ছে হাসিতে। ভিডিওটির ব্যাকগ্রাউন্ড মিউজিকেও তখন অট্টহাসির শব্দ। দেখুন ভিডিওটি-
আরও দেখুন, গ্রহের চৌম্বকক্ষেত্রের উপর সৌর বিকিরণের প্রভাব, ভাইরাল ভিডিও