নিজস্ব প্রতিবেদন: হু-কে দেশে করোনা-রহস্যের কিনারা করতে অবশেষে অনুমতি দিল চিন। হু-র দলটি আগামী ১৪ জানুয়ারি পৌঁছবে চিনে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনা নিয়ে উদভ্রান্ত বিশ্ব প্রথম থেকেই সন্দেহের চোখে তাকিয়েছে চিনের দিকে। দাবি উঠেছিল, তদন্ত হোক চিনের (China) উহানে (Wuhan)। কিনারা হোক করোনা-রহস্যের (covid-19)। সায় দেয়নি চিন। তা নিয়ে বেধেছে বিতর্ক। এ নিয়ে চিনের ভূমিকার সমালোচনাও করেছেন হু-প্রধান টেডরস ঘেব্রেয়ুসুস (WHO’s director general, Tedros Adhanom Ghebreyesus)। কেন তদন্ত করতে দেওয়া হচ্ছে না, এ নিয়ে প্রশ্নও তোলেন তিনি। 


অবশেষে নিজেদের অবস্থান থেকে সরে এল চিন। তারা হু- (world Health Organization)কে দেশে আসতে অনুমতি দিল। আগামী বৃস্পতিবার হু-র তদন্তকারী দলটি যাবে চিনে।


করোনার প্রাদুর্ভাব ঘটেছিল উহান থেকেই। তারপর সেই ভাইরাস ক্রমে পৃথিবীতে ছড়িয়ে পড়ে। ভাইরাসের উৎস নিয়ে বিস্তর চর্চা চলেছে। এই বিষয়ে তদন্তের জন্য ক্রমশ চাপও বাড়ছিল চিনের ওপর। যদিও সেই চাপ অগ্রাহ্য করে চিন। বাধা দেয় তদন্তে। অবশেষে নিজের অবস্থান থেকে সরে তদন্তের অনুমতি দিল চিন।


চিন সরকারের মুখপাত্র (ministry spokesperson) হুয়া চুনিং (Hua Chunying) জানান, তাঁদের বিশেষজ্ঞেরাও এই অতিমারী নিয়ন্ত্রণের কঠিন লড়াইয়ে সামিল।


Also Read: উহানে প্রথম করোনামৃত্যুর এক বছর