উহানে প্রথম করোনামৃত্যুর এক বছর
চিন ক্রমাগত দাবি করে গিয়েছে, নোভেল করোনাভাইরাস সংক্রমণ ঘটনাচক্রে প্রথম চিনে ধরা পড়লেও, চিন এই ভাইরাসের উৎস নয়।
নিজস্ব প্রতিবেদন: ঠিক এক বছর আগে, আজকের দিনে, এই ১১ জানুয়ারিই, প্রথম করোনামৃত্যু ঘটেছিল চিনের উহানে। 'বর্ষপূর্তি'র ধারণাটা শুভ বিষয়ের সঙ্গেই যুক্ত। তবে, অতিমারী ভুলতে চাইলেও করোনামৃত্য়ু নিয়ে মানুষ বেদনাক্রান্ত মনে স্মৃতিভারাতুরই।
তাই এই ফিরে তাকানো। এক বছরে আগে প্রথম করোনামৃত্যুর পরে জানা গিয়েছিল, উহানের (Wuhan) ষাটোর্দ্ধ সেই ব্যক্তি নিয়মিত মাংসের বাজারে যাতায়াত করতেন। এই মাংসের বাজারই ভাইরাসের উৎস বলে প্রাথমিক ভাবে শোনা গিয়েছিল। যদিও পরে এ নিয়ে ভিন্ন মতও উঠে এসেছে। এবং এ-ও ঠিক, চিন (China)ক্রমাগত দাবি করে গিয়েছে, নোভেল করোনাভাইরাস (novel coronavirus)সংক্রমণ ঘটনাচক্রে প্রথম চিনে ধরা পড়লেও, চিন এই ভাইরাসের উৎস নয়। যদিও তা নিয়ে বিতর্কও বেধেছে।
গোটা বিশ্বে করোনা সংক্রমিতের সংখ্যা ৯ কোটি ছাড়িয়েছে। যদিও নজিরবিহীন এই অতিমারীর অনেক কিছুই এখনও অজানা। ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন (WHO)উহানে বিশেষজ্ঞ দল পাঠানোর জন্য বহু বার চিনের কাছে আবেদন করেছে। কিন্তু চিন বিষয়টি নিয়ে নারাজ।
Also Read: ব্রিটেনবাসীর সংশয় দূর করতে করোনাটিকা নিলেন নব্বইয়ের রানিও