নিজস্ব প্রতিবেদন: ইসলামাবাদে নবনিযুক্ত চিনা রাষ্ট্রদূতের নিরাপত্তা বাড়ানোর দাবি জানালো বেজিং। ইয়াও জিং-কে ইসলামাবাদে চিনের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করার পরই তাঁকে প্রাণহানির হুমকি দেওয়া হয়। একটি সন্ত্রাসবাদী সংগঠনের পক্ষ থেকে ওই হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর(সিপিইসি)-র প্রণেতা পিং ইং ফি পাক সরকারকে চিঠি লিখে জানান, পূর্ব তুর্কমেনিস্তান ইসলামিক মুভমেন্ট (ইটিআইএম) নামে একটি নিষিদ্ধ গোষ্ঠীর সদস্যরা ইসলামাবাদে পৌঁছেছে। তারাই খুন করতে চাইছে ইয়াও জিং-কে। তাই যত তাড়াতাড়ি সম্ভব তাঁর নিরাপত্তা যেন বাড়ানো হয়।     


ইয়াও জিং এর আগে আফগানিস্থানে চিনের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। সম্প্রতি, তিনি ইসলামাবাদের নিযুক্ত হয়েছেন চিনা রাষ্ট্রদূত হিসেবে। চিনের পক্ষ থেকে পাক সরকারকে লেখা চিঠিতে সন্ত্রাসবাদী সংগঠনের সদস্যদের নাম ও পাসপোর্ট নম্বরও পাঠানো হয়েছে। এর পরই তাদের পাকড়াও করতে ঝাঁপাতে চায় বেজিং।


আরও পড়ুন- 'পৃথিবীতে বসবাসকারী ১১০ কোটি মানুষের সরকারিভাবে অস্তিত্বই নেই'