ওয়েব ডেস্ক : ভারতে বসবাস করেন বহু চিনা নাগরিক। বহু চিনা নাগরিক এদেশে ঘুরতেও আসেন। এবার তাদের জন্য এবার 'নিরাপত্তা সতর্কবার্তা' জারি করল চিন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সীমান্ত ইস্যুতে ভারত-চিনের মধ্যে উত্তেজনার পারদ চড়ছেই। ভারত-চিন-ভুটানের ট্রাইজাংশন পয়েন্ট, ডোকালা-তে চিনা সেনার রাস্তা তৈরির চেষ্টা নিয়ে গত তিন সপ্তাহ ধরে ভারত-চিন সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। ভারতের সতর্কবার্তার জবাবে '৬২-র চেয়ে তিক্ত অভিজ্ঞতার' পাল্টা হুঁশিয়ারি দিয়েছে চিন।


এই পরিস্থিতিতে এক সতর্কবার্তা জারি করে, ভারতে বসবাসকারী চিনা নাগরিকদের কঠোরভাবে ভারতীয় আইন-শৃঙ্খলা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে স্থানীয় ও ধর্মীয় রীতিনীতি মেনে চলতে। নিজের সঙ্গে সবসময় সচিত্র পরিচয়পত্র রাখতে। চিনা বিদেশমন্ত্রকের তরফে জারি করা হয়েছে এই সতর্কবার্তা।


আরও পড়ুন, ১৩৭ বছরে প্রথমবার কন্যাসন্তান জন্ম নিল