সংবাদ সংস্থা: বিশ্ব মঞ্চে ভারতের রণংদেহী মেজাজে  পাকিস্তান অনেকটাই এখন একঘরে। ভুয়ো ছবির প্রমাণ স্বরূপ পাল্টা জবাব দিতে গিয়ে রাষ্ট্রসংঘে মুখ পুড়েছে প্রতিবেশী দেশের। আর সেই দেশকেই প্রশয় দিচ্ছে আর এক প্রতিবেশী দেশ চিন। শিনঝিয়াংয়ে সদ্য শেষ হয়েছে 'শাহহিন -৬' নামক চিন-পাকিস্তানের যৌথ মহড়া। মহড়া শেষে চিনা কলোনেল উ কিয়ানের মুখে শোনা গেল পাকিস্তানের ভূমিকা নিয়ে যারপরনাই প্রশংসা।  পাকিস্তানকে 'আয়রন পাক' বলে সম্বোধন করেন তিনি। কিয়ান বলেন, "পাকিস্তান এবং চিনের সেনা সম্পর্ক নিয়ে তিনটি শব্দ বলা যেতে পারে।  ভাতৃত্বের পরিবেশ,  চূড়ান্ত পারস্পরিক বোঝাপড়া এবং কৌশলগত পরিকল্পনায় পারস্পরিক আস্থা।"


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বিপাকে পাকিস্তান, ভুয়ো ছবি দেখানোয় কী ব্যবস্থা? খতিয়ে দেখছে রাষ্ট্রসঙ্ঘ


২০ দিন ধরে চলা এই 'শাহহিন-৬' মহড়া পাঁচ বছরে পদার্পণ করল। এই মহড়ায় দুই দেশকে এই প্রথম বিভিন্ন ক্ষেত্রে  একসঙ্গে দেখা যায়। এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম (এডব্লিউএসিএস), জে-১১ ফাইটার, জেএইচ-৭ বমারু ফাইটারের মতো নজরদারি বিমানের শক্তিপ্রদর্শন করে  চিনা বায়ু সেনা। অন্যদিকে পাকিস্তানও ওড়ায় জেএফ-১৭ থান্ডার ফাইটার জেট। এই ফাইটার জেট চিন-পাকিস্তানের উদ্যোগে তৈরি করা হয়েছে।


আরও পড়ুন- আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের থেকে 'পিছিয়ে পড়ল' ভারত