ওয়েব ডেস্ক : ফের ভিলেন চিন। আবারও জঙ্গিগোষ্ঠী জয়শ-ই-মহম্মদ চিফ মাসুদ আজহারকে রাষ্ট্রসংঘে নিষিদ্ধ ঘোষণা করার ভারতের প্রস্তাবে বাধা হয়ে দাঁড়াল তারা। গত ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রসংঘে এই প্রস্তাবটি পেশ করে ভারত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারতের তরফে জানানো হয়েছে চিন ছাড়়া রাষ্ট্রসংঘের বাকি সদস্য দেশগুলির ওই সমর্থন রয়েছে। বেশকিছু সমস্যা তুলে ধরে একমাত্র চিনই সেই প্রস্তাবটি আটকে রেখেছে। আজই সেই বাধা দেওয়ার দিন শেষ হচ্ছে। তবুও নিজেদের অবস্থানেই স্থির রয়েছে চিন। এই কারণেই চিনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ মোকাবিলায় দ্বিচারিতার অভিযোগ তুলেছে ভারতের বিদেশমন্ত্রক।


আরও পড়ুন- তালিবানকে দিয়ে আইসিসকে জব্দ করার ছক রাশিয়ার


ভারতের দাবি, চিন নিজেই সন্ত্রাসবাদী কার্যকলাপে সমস্যায় রয়েছে। তাই মাসুদ আজহারকে নিষিদ্ধ করার প্রস্তাবটি তারা সমর্থন করবে বলেই ধারণা ছিল ভারতের। অথচ, সেই ধারণায় জল ঢেলে দিল চিন।


প্রসঙ্গত, ভারতে পাঠানকোট হামলার মূল চক্রীই মাসুদ আজহার।