ওয়ান বেল্ট, ওয়ান রোডে অংশ না নেওয়ায় দিল্লির প্রতি তীর্যক উক্তি বেজিং-এর
চিন আয়োজিত `ওয়ান বেল্ট, ওয়ান রোড` আলোচনা শিবিরে অংশগ্রহণ না করায় ভারতের উদ্দেশে তীর্যক মন্তব্য ভেসে এল মাও সে তুং-এর দেশ থেকে। যেহেতু ভারত দু`দিনের এই শিবিরে যোগ দেয়নি, তাই ভবিষ্যতে ভারত `ওয়ান বেল্ট, ওয়ান রোড`-এ যুক্ত হতে চাইলে নেহাতই `ছোট ভূমিকা` পালন করতে হবে। পক্ষান্তরে, চিন-পাকিস্তান ইকোনমিক করিডোর (সিপেক) বিশেষভাবে আলোচনা শিবিরের অঙ্গ হওয়ায় ভারতের আপত্তি ছিল প্রথম থেকেই। তাই আমন্ত্রণ আসার পরেও ভারতীয় বিদেশ মন্ত্রক দীর্ঘ পর্যালোচনার পর অংশগ্রহণ না করারই সিদ্ধান্ত নেয়। এছাড়াও আন্তর্জাতীক মঞ্চে বিশেষত নিরাপত্তা পরিষদের সদস্য পদ প্রাপ্তি এবং অন্যান্য বিষয়ে সবসময়ই ভারত বিরোধিতা তথা পাকিস্তানের পক্ষাবলম্বন করার ফলেও ভরত-চিন সম্পর্কে শৈত্য চলছে দীর্ঘদিন ধরে।
ওয়েব ডেস্ক: চিন আয়োজিত 'ওয়ান বেল্ট, ওয়ান রোড' আলোচনা শিবিরে অংশগ্রহণ না করায় ভারতের উদ্দেশে তীর্যক মন্তব্য ভেসে এল মাও সে তুং-এর দেশ থেকে। যেহেতু ভারত দু'দিনের এই শিবিরে যোগ দেয়নি, তাই ভবিষ্যতে ভারত 'ওয়ান বেল্ট, ওয়ান রোড'-এ যুক্ত হতে চাইলে নেহাতই 'ছোট ভূমিকা' পালন করতে হবে। পক্ষান্তরে, চিন-পাকিস্তান ইকোনমিক করিডোর (সিপেক) বিশেষভাবে আলোচনা শিবিরের অঙ্গ হওয়ায় ভারতের আপত্তি ছিল প্রথম থেকেই। তাই আমন্ত্রণ আসার পরেও ভারতীয় বিদেশ মন্ত্রক দীর্ঘ পর্যালোচনার পর অংশগ্রহণ না করারই সিদ্ধান্ত নেয়। এছাড়াও আন্তর্জাতীক মঞ্চে বিশেষত নিরাপত্তা পরিষদের সদস্য পদ প্রাপ্তি এবং অন্যান্য বিষয়ে সবসময়ই ভারত বিরোধিতা তথা পাকিস্তানের পক্ষাবলম্বন করার ফলেও ভরত-চিন সম্পর্কে শৈত্য চলছে দীর্ঘদিন ধরে।