প্রাক্তন স্বামীকে ফিরে পেতে সন্তানের গোপনাঙ্গ কাটলেন `মা`
ওয়েব ডেস্ক: 'কুসন্তান যদিও হয়-কুমাতা কখনও নয়'। একথা আজকাল বোধহয় আর প্রযোজ্য নয়। আজকাল 'কুমাতা'ও বোধহয় হয়। অন্তত ব্যতিক্রম তো হয়ই। এই যেমনটা হল চিনে। নিজের শিশুপুত্রের গোপনাঙ্গ কেটে দিলেন 'মা'।
হ্যাঁ, ঠিকই পড়ছেন। এমনাই ঘটেছে। কারণ, জানলে আরও অবাক হবেন। নিজের প্রাক্তন স্বামীকে ফিরে পেতেই নাকি এমন কাণ্ডটা ঘটিয়েছেন ওই চিনা মহিলা। পরে শিশুটির দাদু-দিদা তাকে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে শিশুটির পুরোপুরি সেরে উঠতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
যদিও পুরো ঘটনাটা কীভাবে এবং কেন ঘটেছে তা বোঝা যায়নি। জখম ওই শিশুটির মা ইতিমধ্যেই অন্য এক ব্যক্তিকে বিয়েও করেছেন বলে জানিয়েছেন শিশুর দাদু-দিদা।
আরও পড়ুন- চিনা মহিলার নাম 'চিং চং' লেখায় চাকরি গেল ওয়েটারের