নিজস্ব প্রতিবেদন: একটি হ্রদ। তার তীরে দাঁড়ালে যতদূর চোখ যায় শুধু প্লাস্টিক আর প্লাস্টিক! জল নেই! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বলিভিয়ার Uru Uru lake-এর এমনই অবস্থা। যা দেখে আঁতকে উঠছেন পরিবেশবিদেরা। লেকে ভাসছে বাতিল প্লাস্টিকের (Plastic) বোতল, কন্টেনার, খেলনা, টায়ার-- আরও কত কী যে দিগন্ত পর্যন্ত ছড়িয়ে রয়েছে! প্রাকৃতিক সম্পদের এ হেন দূষণ যেন কল্পনার অতীত। কিন্তু এখানে সেটাই বাস্তব। 


আরও পড়ুন: আসন্ন জলবায়ুর শীর্ষ সম্মেলনে Modi-কে আমন্ত্রণ Biden-এর


২০১৬ সালে পশ্চিম বলিভিয়ার হাইল্যান্ড লেক অঞ্চলে তীব্র খরা (drought) দেখা দিয়েছিল। সে সময়ে জলস্তর (water level)অনেকটাই নেমে গিয়েছিল। এর পরেও এই এলাকার লেকের জলের উপর প্লাস্টিকের পাহাড়।


তবে এবার স্থানীয় মানুষ ও কিছু সংগঠন এই লেকের আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নিয়েছে। প্রায় শ'খানেক লোকজন কোমর বেঁধে কাজে নেমে পড়েছেন। তাঁরা কাজে নেমে দেখেছেন, একে তো লেকে জল নেই। শুধু প্লাস্টিক আর অন্য আবর্জনা। এর মধ্যে যতটুকু তলানি জল রয়ে গিয়েছে সন্নিহিত অঞ্চলের খনি ও শিল্পাঞ্চলের বর্জ্যে ততটুকুও দূষণের হাত থেকে রক্ষা পায়নি। 


এদিকে এই লেককে কেন্দ্র করে যে জীববৈচিত্র্যটুকু (bio-diversity) গড়ে উঠেছিল সেটুকুও সমূলে বিনষ্ট হয়ে পড়ছে। যা নিয়ে পরিবেশবিদেরা খুবই উদ্বিগ্ন। 


আরও পড়ুন: মিথেন নিঃসরণে বিশ্বে শীর্ষে Bangladesh, সিঁদুরে মেঘ দেখছেন বিজ্ঞানীরা