নিজস্ব প্রতিবেদন: বুধবার ঝোড়ো হাওয়ার ধাক্কায় সুয়েজ খালে এক বিশাল কন্টেইনার বোঝাই জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বিশ্বের ব্যস্ততম বাণিজ্যিক রুটে আড়াআড়িভাবে দাঁড়িয়ে পড়ে জাহাজটি। ফলে সমুদ্রে ট্র্যাফিক জ্যামের সৃষ্টি হয়েছে।  ব্যহত হয়েছে জাহাজ চলাচল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার পোস্ট করা একটি ছবি দেখে বোঝা যাচ্ছে, জাহাজটি তাইওয়ানের মালিকানাধীন এমভি এভার গিভেন মালিকানাধীন । এটি ৪০০ মিটার লম্বা জাহাজ যার প্রস্থ ৫৯ মিটার।  নৌ-পথের পাশে  খননকার্য চালিয়ে গতিপথকে বাড়ানো হচ্ছে।  শিপ অপারেটর এভারগ্রিন মেরিন কর্পস জানিয়েছে হাওয়ার ঝাপটায় এই দুর্ঘটনা ঘটেছে। 


 





 জাহাজের মালিককে এই ঘটনার কারণ সম্পর্কে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব জাহাজটিকে সহায়তা করার জন্য খাল ব্যবস্থাপনা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করা হবে বলে স্থানীয় সংবাদ সুত্রে খবর।  



ব্লুমবার্গের প্রতিবদন অনুসারে খালে ১০০ টিরও ববেশি জাহাজ আটকে পড়েছে।