করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য দফতরে ৩ মাসের বেতন দান করলেন ট্রাম্প
এখন পর্যন্ত দুনিয়ার মোট ৬০টি দেশে ছড়িয়েছে করোনাভাইরাস। মৃত্যু হয়েছে ৩ হাজার জনের। আক্রান্তের সংখ্যা ৯০ হাজার
নিজস্ব প্রতিবেদন: মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস বড় থাবা না বসালেও মারাত্মক এই রোগে মোকাবিলায় তত্পর মার্কিন প্রশাসন। এনিয়ে এগিয়ে এলেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আরও পড়ুন-'গোলি মারো সা**কো'কে সমর্থন মুকুল রায়ের!
২০১৯ সালের শেষ তিন মাসের বেতন দেশের স্বাস্থ্য দফতরে জমা দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওই টাকা খরচ হবে করোনাভাইরাস মোকাবিলায়। ট্রাম্পের প্রেস সচিব স্টেফানি গ্রিশাম জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার তিন মাসের বেতন ১ লাখ ডলার দিয়েছে করোনাভাইরাস মোকাবিলায়।
উল্লেখ্য, গত সপ্তাহেই মার্কিন কংগ্রেসের কাছ থেকে করোনাভাইরাস মোকাবিলায় ২৫০ কোটি ডলার চেয়েছেন ট্রাম্প। এনিয়ে চিন্তাভাবনা করছে কংগ্রেস।
আরও পড়ুন-দোল না খেলে করোনা নিয়ে সচেতনতা প্রচারে রাস্তায় নামবে বঙ্গ বিজেপির নেতারা
উল্লেখ্য, এখন পর্যন্ত দুনিয়ার মোট ৬০টি দেশে ছড়িয়েছে করোনাভাইরাস। মৃত্যু হয়েছে ৩ হাজার জনের। আক্রান্তের সংখ্যা ৯০ হাজার। বাদ নেই মার্কিন যুক্তরাষ্ট্রও। এখনও পর্য্ন সেখানে মৃত্যু হয়েছে ৯ জনের। ফলে এখনই সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি করোনা মোকাবিলায় কড়া পদক্ষেপ নিচ্ছে ভারতও। এখনও পর্যন্তে ভারেত ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৪ ইতালির নাগরিক।