করোনার জের: এই প্রথম মহাসঙ্কটের সম্মুখীন IMF, কার্যত স্তব্ধ বিশ্বের অর্থনীতি
`আমরা এক বিরল ঘটনার সাক্ষী থাকলাম, যেখানে গোটা বিশ্বের অর্থনীতি স্তব্ধ হয়ে গিয়েছে।`
নিজস্ব প্রতিবেদন: ক্রমেই কঠিন হচ্ছে চ্যালেঞ্জ। গোটা বিশ্ব এখন করনোরা করাল গ্রাসে। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শুধু তাই নয়, করোনার প্রভাবে কার্যতে ধসে গিয়েছে বিশ্বের অর্থনীতি। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এটিকে মানবজাতির অন্ধকারতম সময় বলে উল্লেখ করেছে।
এপ্রসঙ্গে আইএমএফ-এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টেলিনা জর্জেভিয়ার কথায়, এযাবত্কালে বিশ্ব এমন আর্থিক মন্দার মুখোমুখি হয়নি। আইএমএফ-এর ইতিহাসে এই প্রথম এমন ঘটনা। ২০০৮ সালের অর্থনৈতিক সঙ্কটেও ছাপিয়ে যাবে এবারের মন্দা। তিনি বলেন, "আমরা এক বিরল ঘটনার সাক্ষী থাকলাম, যেখানে গোটা বিশ্বের অর্থনীতি স্তব্ধ হয়ে গিয়েছে।" তিনি জানান, আইএমএফ বিশ্বব্যাঙ্কের সঙ্গে হাত মিলিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে।
সঙ্গমরত অবস্থায় মৃত্যু! চার কোটি বছর ধরে গাছের আঠায় আটকে থাকা মাছি উদ্ধার
অন্যদিকে, বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট ডেভিড মালপাসের কথায়, করোনা মানবজাতির স্বাস্থ্যের পাশাপাশি গোটা বিশ্বের অর্থনৈতিক কাঠামোকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। বিশ্বের আর্থিক বৃদ্ধির হার এবার সর্বনিম্ন স্তরে পৌঁছতে পারে।
ভারতের আর্থিক বৃদ্ধির হার কমে ৩.৬% হতে পারে। চলতি অর্থবর্ষে ভারতের বৃদ্ধির হার কমে ২.৫% হতে পারে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা।
তাঁদর আশঙ্কা, গত তিন দশকের তুলনায় এবার বিশ্বে আর্থিক বৃদ্ধির হার সর্বনিম্ন স্তরে পৌঁছবে। এরফলে অনেকের চাকরি যাওয়ার আশঙ্কা থাকছে বলেও মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।