নিজস্ব প্রতিবেদন: বিশ্বজুড়ে করোনাভাইরাসের দাপটের মধ্যেই আশার কথা শোনালেন নোবেল জয়ী বিজ্ঞানী। ২০১৩ সালে রসায়নে নোবেল জয়ী বিজ্ঞানী মাইকেল লেভিট দাবি করেছেন, খুব শীঘ্রই করোনাভাইরাস উধাও হবে দুনিয়া থেকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মেডিক্যালে এখন শুধুই করোনার চিকিৎসা, দিনভর অপেক্ষার পর ফিরে গেলেন ক্যান্সার আক্রান্তরা 


কে এই মাইকেল লেভিট? স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই বায়োফিজিসিস্ট আগেই চিনে এক মহামারীর ভবিষ্যতবাণী করেছিলেন। এও বলেছিলেন ওই মহামারীর প্রকোপ ভয়ঙ্কর হবে। লস অ্যাঞ্জেলেস টাইমস-কে দেওয়া এক সাক্ষাতকার লেভিট বলেন, এখন আতঙ্কটাই দূর করা প্রথম প্রয়োজন। তাহলেই আমরা ঠিক হয়ে যাব।


লেভিট আরও বলেন, আক্রান্তের যে সংখ্যা দেওয়া হচ্ছে তা এখনও ঠিক বলা যায় না। তবে পরিসংখ্যান দেখে বোঝা যায় করোনাভাইরাসের প্রকোপ কমছে। প্রসঙ্গত, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের এক পরিসংখ্যান অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে এখনও পর্য্নত ৩৫,২২৪ জন মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪৭১ জনের। গোটা পৃথিবীতে আক্রান্ত ৪ লাখ, মৃত্যু হয়েছে ১৭,০০০ মানুষের।


আরও পড়ুন-Live: মুম্বইয়ে ফের করোনার গ্রাসে ১, ভারতে মৃতের সংখ্যা বেড়ে ১০, আক্রান্ত ৫১১


এদিকে, লেভিটের দাবি, মানুষকে ঘরবন্দি করে রাখা কিংবা ভ্যাকসিনের দ্বারা করোনা নিয়ন্ত্রণ করার কাজটা বেশ শক্ত। তবে মৃত্যুর সংখ্যা বাড়লেও পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে ধীরে ধীরে তা কমছে। তবে বেশি আতঙ্কিত হয়ে পড়লে ফল খারাপই হবে।