জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চিনে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দিল চালক। ডিভাইডার ভেঙে গাড়ি ঢুকে যায় জনতার মধ্যে। তাতেই পিষে মারা যান ৩৫ জন। আহত পঞ্চাশ জনের কাছাকাছি। আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-খাবার নিয়ে হইচই, এবার মুসলিম যাত্রীদেরই 'হালাল ফুড' দেবে এয়ার ইন্ডিয়া


সোমবার সন্ধেয় ওই ভয়ংকর ঘটনা ঘটে দক্ষিণ চিনের ঝুয়াই শহরে। ঝুয়াই স্পোটস সেন্টারে সেইসময় বহু মানুষ শরীরচর্চা করতে এসেছিলেন। সবাই তখন নিজের মধ্যে ব্য়স্ত। সেইসময় ৬২ বছরের এক ব্য়ক্তি মানুষজনের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেন।


পুলিসের তরফে বলা হয়েছে, ৬২ বছরের ফ্যান নামে ওই প্রবীণ একটি এসইউভি চালিয়ে যাচ্ছিলেন। আচমকাই রাস্তার পাশে ডিভাইডার ভেঙে গাড়িটি ঢুকে যায় জনতার মধ্যে। মুহূর্তের মধ্যে গাড়ির নীচে চাপা পড়ে মারা যান ৩৫ জন। গুরুতর আহত হন ৪৩ জন। এদের অনেকেরই আঘাত গুরুতর।


হামলার পর পালিয়ে যাওয়ার চেষ্টার সময় গাড়ির চালক ফ্যানকে গ্রেফতার করেছে পুলিস। হামলার সময় গুরুতর আহত তিনি। বর্তমানে তিনি কোমায় রয়েছেন বলে জানিয়েছে পুলিস। বিবাহবিচ্ছেদের পর স্ত্রীর সঙ্গে সম্পত্তির ভাগাভাগি নিয়ে সৃষ্ট অসন্তোষ থেকে লোকজনের ওপর ফ্যান গাড়ি চালিয়ে দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)