ওয়েব ডেস্ক : অন্যতম বড় সাইবার হানা। গতকাল একযোগে বিশ্বের ১০০টি দেশের কম্পিউটার ব্যবস্থায় হানা দেয় হ্যাকাররা। সাইবার হানায় সবচেয়ে ক্ষতির মুখে পড়ে ব্রিটেনের স্বাস্থ্য পরিষেবা। শহরের সব হাসপাতালে একযোগে IT ফেলিওর হয়। ফোন বা কম্পিউটর কাজ না করায় বন্ধ করে দিতে হয় অপারেশন। জরুরি অবস্থা জারি করতে হয় হাসপাতালগুলিতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, রাশিয়া, ইউক্রেন, তাইওয়ানই ছিল হ্যাকারদের মূল টার্গেট। তালিকায় ভারতের নাম থাকার সম্ভাবনার কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ক্ষতিকর সফটওয়্যার প্রোগ্রাম দিয়ে কম্পিউটরের তথ্য চুরি করে হ্যাকাররা। তথ্য ফেরত  দিতে ৩০০ থেকে ৬০০ মার্কিন ডলার দাবি করেছে তারা। পরিষেবা স্বাভাবিক করতে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির সঙ্গে একযোগে কাজ করছেন বিশেষজ্ঞরা। 


আরও পড়ুন, বড়সড় নাশকতার পরিকল্পনা 'মার্কিন বন্ধুরাষ্ট্র' ভারতে!