সংবাদ সংস্থা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মধ্যমা দেখিয়ে চাকরি খোয়ালেন এক মহিলা। ওই ছবি ছড়িয়ে পড়তেই, তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনাটা কী?


সম্প্রতি গল্ফ ক্লাব থেকে ফিরছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট-এর গাড়ির একপাশ দিয়ে যাচ্ছিলেন জুলি ব্রিস্কম্যান নামে ওই মহিলা। প্রেসিডেন্ট ট্রাম্পেকে তাঁর না-পসন্দ। তাই তাঁর গাড়ি দেখতে পেয়ে, আচমকাই সেদিকে মধ্যমা প্রদর্শন  শুরু করেন জুলি। তাঁর ওই কীর্তি দেখে, তা ক্যামেরাবন্দি করতে ভোলেননি হোয়াইট হাউজের এক ছবি শিকারি।


আরও পড়ুন : রাই-এর এমন রূপ দেখেছেন! ১০০০ শিশুকে খাবার যোগাচ্ছেন ঐশ্বর্য 


জুলির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল হয়। রাষ্ট্রপতির প্রতি প্রকাশ্যে এহেন কাণ্ডজ্ঞানহীন আচরণ দেখে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করে জুলির অফিস। অফিসে ডেকে পাঠানো হয় তাঁকে। কম্পানির সোশ্যাল মিডিয়া অ্যাক্ট ভঙ্গের কারণে চাকরি থেকে তাঁকে বরখাস্ত করা হচ্ছে বলে জানানো হয়। যদিও, জুলি পাল্টা জানান, তিনি নিজে ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়াননি। অন্য কেউ ওই ছবি ছড়িয়ে দিলে, তা সোশ্যাল ভাইরাল হয়ে যায়। তবে তাতেও শেষরক্ষা হয়নি।